দীর্ঘ ১৫ বছর পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ৭টি পদের জন্য ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদে প্রার্থী হয়েছেন এহতেশামুল হক শাওন (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম (দৈনিক মানবজমিন) এবং আতিয়ার পারভেজ (বাংলাভিশন)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রাজ্জাক রানা (দৈনিক সংগ্রাম), এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টিভি), এবং মাকসুদ আলী (খবরের কাগজ)। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এবং নির্বাহী সদস্য পদেও রয়েছে একাধিক প্রার্থী।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম (ফিনান্সিয়াল এক্সপ্রেস), সঙ্গে আছেন সদস্য এইচ এম আলাউদ্দিন (কালের কণ্ঠ) এবং মিজানুর রহমান মিলটন (খুলনাঞ্চল)।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ভোটগ্রহণ হবে ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব মিলনায়তনে। উল্লেখ্য, সর্বশেষ এমইউজে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১২ ডিসেম্বর।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

