AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীতে ইজতেমাকে ঘিরে তাবলীগ-জামাত দুই গ্রুপের সংঘর্ষ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৫:০৯ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪

টঙ্গীতে ইজতেমাকে ঘিরে তাবলীগ-জামাত দুই গ্রুপের সংঘর্ষ

টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনার ও সংঘর্ষে সাদ পন্থীদের ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষর ঘটনা ঘটে।

নিজামুদ্দিন মার্কাজ (সাদ পন্থী) অনুসারীরা জানায়, আগমী ২০ ডিসেম্বর জোড় ইজতেমায় তাবলীগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রনে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন। তারা আরও জানান, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে ৫দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায়।

এছাড়া একই দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে যুবায়ের অনুসারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!