AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
০৯:৪৮ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৪
শিবচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

‍‍`আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) মাদারীপুরের শিবচর উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় এলাকায় আসফ এর শিবচর শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আসফ‍‍`র শিবচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সাধারণ সম্পাদক সেলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা ফাউন্ডেশনের পরিচালক (প্রশিক্ষণ) আবুল খায়ের খান।

এসময় উপস্থিত ছিলেন আসফ‍‍`র শিবচর উপজেলা শাখার সহ সভাপতি মো. হুমায়ুন কবির, রেজা মোহাম্মদ তৌহিদ, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. বাদশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, মাদবরের চর ইউপি সভাপতি রানু আক্তার, সাধারণ সম্পাদক মো. সাইদ খান, উমেদপুর ইউপি শাখার সভাপতি কাজী শহীদ আল জারিন, সম্পাদক টুম্পা আক্তার, মৌসুমি মৌ, বন্দরখোলা ইউপি সভাপতি শিকদার মোহাম্মাদ আনোর হোসেন, কুতুবপুর ইউপির আহ্বায়ক হানিফ মোল্লা, চরজানাজাত ইউপির সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, মাদবরের চর ইউপি সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দেশ সংগঠনের সদস্য রুহুল আমিন, ইশরাকসহ শতাধিক আসফ‍‍`র স্বেচ্ছাসেবী। 

এসময় বক্তারা বলেন, দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!