ময়মনসিংহের নান্দাইলে হাঁপানীর ওষুধ মনে করে ভুলবশত বোতলের বিষ(কীটনাশক) পানে মো.আব্দুর রাজ্জাক(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।সোমবার দুপুর আড়াইটায় নিজ বাড়িতে আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত আব্দুর রাজ্জাক উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের মৃত ইমান আলীর পুত্র নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফরিদ আহামেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো.আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে হাঁপানী রোগে ভুগছিলেন।শনিবার সন্ধা ৭ টার দিকে নিজ ঘরে পাশাপাশি দুটি বোতল থাকায় ভুলবশত ওষুধের সিরাপ মনে করে শিম ক্ষেতের জন্য রাখা বোতলের বিষ(কীটনাশক) পান করেন তিনি।
মৃত আব্দুর রাজ্জাকের পুত্রবধূ আসমা আক্তার জানান, আমার শ্বশুর হাঁপানীর ওষুধ মনে করে ভুলবশত বিষপান করেন।শনিবার সন্ধা ৭ টার দিকে শ্বশুরের চিৎকার শোনে ছুটে যাই। এরপর পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রবিবার বিকাল তিনটার দিকে আমার শ্বশুরের মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহামেদ বলেন,বিষপানে আব্দুর রাজ্জাকের মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোন অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :