AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেলেন শেরপুরের কায়কোবাদ



অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেলেন শেরপুরের কায়কোবাদ

অভিজ্ঞ ও সৎ প্রকৌশলী হিসেবে সুপরিচিত মো. কায়কোবাদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদোন্নতির আদেশ জারি করা হয়।

দীর্ঘ কর্মজীবনে প্রকৌশলী কায়কোবাদ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর তত্ত্বাবধানে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ের বাস্তবতা বোঝার সক্ষমতা ও মানবিক নেতৃত্বের কারণে তিনি সহকর্মীদের কাছে বিশেষভাবে প্রশংসিত।

পদোন্নতির পর অনুভূতি ব্যক্ত করে প্রকৌশলী কায়কোবাদ বলেন, “আলহামদুলিল্লাহ—এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় চ্যালেঞ্জও। দেশের উন্নয়নে প্রকৌশল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চাই, সততা ও দক্ষতার মাধ্যমে এই খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলতে। সবার সহযোগিতা থাকলে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব।”

তিনি আরও বলেন, “আমার সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাঁদের সমর্থন ও অনুপ্রেরণাই আমার কাজের মূল প্রেরণা।”

প্রকৌশলী কায়কোবাদ-এর পদোন্নতির খবরে শেরপুরসহ বিভিন্ন জেলার প্রকৌশলী সমাজ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও শুভকামনার বার্তা জানাচ্ছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

সবাই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তর আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!