গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা সাহিত্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের বার্ষিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একুশে সংবাদ/এ.জে