নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দেশের বৃহত্তম বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করেছেন।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল স্থলবন্দরের কারগো ভেহিকেল টার্মিনালে এসে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “আমি এর আগে কারগো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম। তখন স্ক্যানার মেরামতসহ কয়েকটি সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিলাম। সেগুলো কার্যকর হয়েছে কি না এবং বন্দরের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক আছে কিনা তা দেখতে এসেছি।”
ভারতের সঙ্গে বাংলাদেশের ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশিরা ভ্রমণের দিক থেকে ভারতগামী পর্যটকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ খাত থেকে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হলেও আমাদের দেশে চিকিৎসা ও বাজার ব্যবস্থায় ভালো সুযোগ-সুবিধা আছে। উস্কানিমূলক অপতথ্যে কান না দিয়ে আমাদের ঐক্য অটুট রাখতে হবে।” বন্দর পরিদর্শনের পর তিনি শহীদ আব্দুলার বাড়িতে যান তাদের পরিবারের খোঁজ নিতে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর ৪৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকি, বেনাপোল কাস্টমসের এডিশনাল কমিশনার এইচ এম শরিফুল হাসান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার, আমদানি-রপ্তানি ব্যবসায়ীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

