AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া পাখি উদ্ধার ও চোর গ্রেফতার


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:৪৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৪
শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া পাখি উদ্ধার ও চোর গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি ম্যাকাউ পাখির মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় গাজীপুরের টঙ্গী পাখি মার্কেট এলাকা থেকে ওই পাখি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) রাতের কোনো এক সময় সাফারি পার্কের ম্যাকাও পাখি শালা বেষ্টনীর নেট কেটে দুটি পাখি চুরি করে নিয়ে যায়। শনিবার (২৩ নভেম্বর) সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ চুরির ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দিলে পুলিশ পাখি উদ্ধারে অভিযান চালায়।

গ্রেফতার শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর এলাকার সেকান্দরের ছেলে আরিফ (৩২)। তাকে রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ইন্দ্রবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার অপর সহযোগী একই এলাকার মইজুদ্দিনের ছেলে জহিরকে (৩৫) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রখেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, অভিযোগে উল্লেখ করেন শুক্রবার (২২ নভেম্বর) রাতের কোনো এক সময় সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে দুটি গ্রীন উইং ম্যাকাউ পাখি কে বা কারা চুরি করে নিয়ে যায়। পাখি দুটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। শনিবার ভোরে ম্যাকাও পাখিশালার দায়িত্বে থাকা কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করার সময় নেট কাটা দেখতে পান। তখন পাখি গুনে দুটি ম্যাকাউ পাখি কম পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরো বলেন, পার্ক এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে শনিবার সাফারি পার্ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে টঙ্গী বাজার এলাকার একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া একটি ম্যাকাউ পাখি উদ্ধার করেন। পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে দোকান মালিক জানান। পরে নিশ্চিত হয়ে আরিফকে গ্রেফতার করা হয়। সোমবার (২৫ নভেম্বর) তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, উদ্ধার পাখির মুখে স্কচটেপ পেঁচিয়ে বের করে নিয়ে যাওয়ায় পাখিটি অসুস্থ হয়ে গেছে। বর্তমানে পাখির চিকিৎসা চলছে। অপর পাখি মরে যাওয়ায় পুলিশ পাখির মরদেহ উদ্ধার করতে অভিযান চালাচ্ছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাখি উদ্ধার করে। সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে পাখি চুরির ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করব। দায়িত্বে অবহেলা অথবা গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। সাফারি পার্কে এখন ২৭টি ম্যাকাউ পাখি আছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!