নবীগঞ্জ থানার একদল পুলিশ, পানিউমদা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ নভেম্বর) রাতভর নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে, সিআর মামলা নং-২৮২/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা (কুড়িগাঁও) এলাকার মৃত দরুছ উল্লার পুত্র আব্দুল হামিদ, কে গ্রেফতার করতে সক্ষম হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই স্বাধীন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে থাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপিএম, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে (০৭ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

