শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে আমন ধানখেত রক্ষায় খেতের চারপাশে দেওয়া জিআই তারের বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় একটি ধানখেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, প্রতি বছর আমন মৌসুমে শেরপুর সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির দল খাদ্যের সন্ধানে নামে। স্থানীয় কৃষকরা ফসল বাঁচাতে খেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন।
একই সঙ্গে ফসল বাঁচাতে খেতের চারপাশে জিআই তার দিয়ে ঘিরে তাতেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতি বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের খেতে খাবারের সন্ধানে নামে। একপর্যায়ে খেতের চারদিকে থাকা জিআই তারের বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় সাথে থাকা অন্য হাতি ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডব চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। খবর পেয়ে শুক্রবার সকালে বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতিটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। সে ছাড়াও জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

