AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থানচিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


থানচিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় জরায়ু ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদানে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরে শান্তিরাজ প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এইচপিভি টিকা কার্যক্রম ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিপ হাসান চৌধুরী।

এসময় এইচপিভি টিকা উদ্বোধন ক্যাম্পেইনের উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, শান্তিরাজ স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রোজি হাদিমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) প্রমূখ।

সংশ্লিষ্ট অফিস সূত্র জানা যায়, থানচি উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৬টি ওয়ার্ডে ৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৯৬টি কমিউনিটি ক্লিনিক, পাড়া-মহল্লাসহ এইচপিভি টিকাদান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় উপজেলায় ১হাজার ২শত ৩৬ জনের কিশোরীদের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরী অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদানে শুরু হয়েছে। এই টিকা কর্মসূচির ৪ সপ্তাহব্যাপী চলবে, উপজেলার ১শত ৩৯ ক্যাম্পেইন বা কেন্দ্রের ১হাজার ২শত ৩৬ জন কিশোরীদের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!