মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী সজল কান্তি ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আরিফুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরে এক অভিযান পরিচালনা করে সাগরদিঘীরপাড় এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত দায়রা মামলা নং-২৩৭/২১, সিআর ৩১/২১ (শ্রী) এবং দায়রা মামলা নং-২৩৮/২১, সিআর ৩৬/২১ এর পলাতক আসামী সজল কান্তি ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সজল শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ডের এলাকার সাগর দীঘির পাড় এলাকার মৃত ভূবনেশ্বর ঘোষের ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,দ মো. আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে আমাদের পুলিশের একটি টিম শহরে অভিযান পরিচালনা করে সজল কান্তি ঘোষকে গ্রেফতার করি। সে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

