মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৫ অক্টোবর) এএসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল সদর উপজেলার ইছবপুর এলাকা হতে জিআর সাজা-৪৭/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের বাছিদ মিয়ার ছেলে।
অপর অভিযানে এএসআই মোঃ হামিদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড এলাকা থেকে সিআর সাজা ৯৫/১৯ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী ঝর্না বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর স্বামী হেলাল উদ্দিন শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাড়াউড়া এলাকার জেটি রোডের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের বলেন গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :