কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উলিপুর থানার আয়োজনে স্টেডিয়াম মাঠে ব্রিফিং প্যারেডে অনুষ্ঠিত হয়।
এ প্যারেড অনুষ্ঠানে এসআই আনিসুর রহমান আনিসের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, এসআই আজাহারুল ইসলাম, আনসার ও ভিডিপি`র উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।
ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্যগণের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা নিরাপত্তার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :