AB Bank
ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে পাশে দাঁড়ালেন আব্দুল করিম ও সামর্তবান বেগম ফাউন্ডেশন


শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে পাশে দাঁড়ালেন আব্দুল করিম ও সামর্তবান বেগম ফাউন্ডেশন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এসএসসি ও দাখিল-২০২৪ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত গরিব মেধাবী ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মামনা ক্রেষ্ট উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলার একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান মরহুম আব্দুল করিম ও সামর্তবান বেগম ফাউন্ডেশন।

ইতিমধ্যে এই ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিকভাবে গরিব অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলার অডিটোরিয়ামে আব্দুল করিম ও সামর্তবান বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘারুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন  আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ মমিনুর রহমান, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ফাউন্ডেশনের স্বত্বাধিকারী পারিবারিক দাতা সদস্য মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবক সাবেক সেনা অফিসার আব্দুল বারী মুন্সী, সমাজসেবক ও ফাউন্ডেশনের  উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার, মালিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মাস্টার মোহাম্মদ ফরহাদ হোসেন।

আব্দুল করিম ও সামর্তবান বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, এই ফাউন্ডেশনটি মূলত আমার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত করা হয়েছে। ২০২২ সালের ৫ই নভেম্বর পথ চলা শুরু হয়। এরপর থেকে সামাজিকভাবে গরিব অসহায় জনসাধারণের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সেবা করে আসছে। ফাউন্ডেশনের লক্ষ  এদেশের গরিব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। ইতিমধ্যে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে,বিশুদ্ধ খাবার পানি, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, গরিব পুরুষদের মাঝে ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি বিতরণ করেছি। এবার আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি নগদ ৩ হাজার টাকা ও সম্মামনা ক্রেষ্ট প্রদান করেছি। এভাবেই আমাদের সমাজে সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে। ইতিমধ্যে আমরা ফাউন্ডেশনের নামে নিবন্ধন পেয়েছি। আমরা জনগণের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!