আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের ব্যানারে ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ঝন্টুর সার্বিক সহযোগিতায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এ মানববন্ধন করেছে। উপজেলার নয়াপুরে সোনারগাঁও জার্নালিস্ট ফোরাম কার্যালয় সংলগ্ন ঢাকা বাইপাস সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক, লেখক, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানী, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা বাতিল সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি নয়াপুর থেকে সড়কের বস্তল মোড় হয়ে উৎস্যস্থল নয়াপুরে এসে শেষ হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

