AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে সনাতনী শিক্ষার্থীদের ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
১১:৪০ এএম, ২৪ অক্টোবর, ২০২৫

জবিতে সনাতনী শিক্ষার্থীদের ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব। দিনব্যাপী এ অনুষ্ঠানটি ঘরোয়া পরিবেশে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই উৎসব হিন্দুধর্মীয় ঐতিহ্যের একটি বিশেষ অংশ। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত এই উৎসবটি পশ্চিম ভারতে ‘ভাইদুজ’ এবং মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ‘ভাইবিজ’ নামে পরিচিত। নেপাল ও দার্জিলিং অঞ্চলে একে ‘ভাইটিকা’ বলা হয়।

কিংবদন্তি অনুসারে, মৃত্যুর দেবতা যম এদিন বোন যমুনার নিমন্ত্রণে তাঁর গৃহে যান এবং আশীর্বাদ দেন যে, এই তিথিতে যে ভাই নিজের বোনের হাতে ফোঁটা গ্রহণ করবে, তার অকালমৃত্যুর ভয় থাকবে না।

এ বিষয়ে শিক্ষার্থী দীপা দেবনাথ বলেন, “আমরা বাড়ি থেকে দূরে থাকি, পরিবারের সবার সঙ্গে সময় কাটানো সবসময় সম্ভব হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে আমরা একটা নতুন পরিবার পেয়েছি। তাই ভাইদের মঙ্গল কামনায় আমরা বোনরা নিজেরা এ আয়োজন করি।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছে।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!