AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রঙ মিশিয়ে হচ্ছে লাক্সারি আইসক্রিম, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
১১:০০ এএম, ১ অক্টোবর, ২০২৪
রঙ মিশিয়ে হচ্ছে লাক্সারি আইসক্রিম, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

নেছারাবাদে কারখানার ভেতরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন ও কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এ অভিযোগে লাক্সারি আইসক্রিম কারখানায় জরিমানা করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডাব্লিউ বাজারে লাক্সারি আইসক্রিমের কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ভোক্তা অধিকার আইনে (৩৭) এবং (৪২) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. হারুন-অর-রশিদ গাজী।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালবেলাকে বলেন, লাক্সারি আইসক্রিম কোম্পানিটি দীর্ঘদিন যাবত শিশুস্বাস্থ্যে নিষিদ্ধ রং দিয়ে আইসক্রিম তৈরি করে আসছিল। ভোক্তা অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও জানান, এছাড়া নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন এবং কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে প্রতিষ্ঠানটি আইসক্রিম তৈরি করছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। একই সঙ্গে অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম স্পটেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!