ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রাগগিরি মহারাজ ও বিজিবির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল পাবলিক মাঠে এক প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবশে বক্তব্য রাখেন, হাফেজ মাও: ওমর ফারুক, সমাজসেবক আল-আমিন ও রুমেন সিকদার প্রমুখ।
বক্তারা অবিলম্বে রাসুলের নামে কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :