AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় গাউসিয়া সমিতি ও যুব সমিতি‍‍`র ঈদে মিলাদুন্নবী(দঃ) র‍্যালী



রাঙ্গুনিয়ায় গাউসিয়া সমিতি ও যুব সমিতি‍‍`র ঈদে মিলাদুন্নবী(দঃ) র‍্যালী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে র‍্যালী করেছেন গাউসিয়া সমিতি ও যুব সমিতি।শনিবার(২৮সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গাউসিয়া সমিতি ও যুব সমিতির উদ্যোগে সৈয়্যদবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব পীরে ত্বরীকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা(মা.জি.আ.)‍‍`র নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী(দঃ)‍‍`র র‍্যালী বের করা হয়। 

র‍্যালীটি সোনারগাঁও তুপ্পারপাড়া থেকে বের হয়ে চৌমুহনী টু গাবতলি ডিসি সড়ক দিয়ে ইসলামপুর গাবতল, রাণীরহাট, রাজারহাট, আলমশাহপাড়া, ধামাইরহাট দিয়ে পুনরায় একি স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে শতাধিক মোটরসাইকেল পিকাপ ভ্যান ও সিএনজি যোগে শতশত নবীপ্রেমিক আংশগ্রহন করেন। 

র‍্যালী শেষে আলোচনা সভা পীরে ত্বরীকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলার(মা.জি.আ.)‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য আঞ্জুমানে সাওয়াদে আজম বাংলাদেশ এর চেয়ারম্যান আ.ন.ম নাজমুল হোসাইন নঈমী, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী মির্জাপুর জয়নুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী। 

সাবেক সেনা নেতা মিজানুর রহমান মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মতিউর রহমান নেজামী,  মাওলানা সালাউদ্দিন নেজামী,  মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল গফুর, মুহাম্মদ শাহ জালাল, সওয়ার সাঞ্জারী, মাস্টার মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ আব্দুস সত্তার, লোকমান হোসেন, শাহাব উদ্দিন, তারেক জামান, যুবনেতা ইদ্রিস মিয়া সুমন নঈমী, গাউসিয়া সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন তালুকদার, যুব সমিতির সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মিনহাজ আবেদীন প্রমুখ। 

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!