গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় রেয়াজুল হোসেন নান্না (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক বার্জার পেইন্টসের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের টুপুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রেয়াজুল হোসেন নান্না বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফকিরবাড়ি গ্রামের শাহিন শেখের ছেলে।
বার্জার পেইন্টসের কোটালীপাড়া উপজেলার ডিলার রাজীব দে বলেন, রেয়াজুল হোসেন নান্না কোটালীপাড়া উপজেলায় তার মার্কেটিং এর কাজ সেরে মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল। পথিমধ্যে টুপুরিয়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় যাত্রীবাহি বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের কোন যাত্রী গুরুতর আহত হয়নি।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

