নওগাঁর মান্দায় মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মান্দা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা থানার এসআই শামীমের প্রাণবন্ত সঞ্চালানয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা সার্কেলর সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫নং গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে. এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার, ৩নং পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল ও তেঁতুলিয়া ইউ’পি চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :