AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা সাধারণ সম্পাদক সহ আহত ৯


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:৪৫ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা সাধারণ সম্পাদক সহ আহত ৯

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) দুপুরে মিরপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বিদ্যমান দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ৯জন আহত হয়।

আহতদের মধ্যেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান (৫৫), আব্দুস সালাম (৪৫) চঞ্চল (৩০) কে কুষ্টিয়া সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী (৪৯), মোহাম্মদ আলী জিহাদ (২৭), সুমন (৩৫) ও আলতাফ হোসেন (৪৫)।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বলেন, আমার বড় ভাই ভাগ্নিসহ আমাদের ৭জন নেতাকর্মী আহত হয়েছে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তৌছিফুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মনে হচ্ছে তারা শঙ্কা মুক্ত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে মিরপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের অবস্থা গুরুতর। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!