AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও রক্তাক্ত চট্টগ্রাম, হালিশহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
১১:৫৩ এএম, ৮ নভেম্বর, ২০২৫

আবারও রক্তাক্ত চট্টগ্রাম, হালিশহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীর হালিশহরে আবারও প্রকাশ্যে খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে মো. আকবর (৩০) নামে এক স্থানীয় কাঁচাপণ্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়।

ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবর হালিশহর বাজারের পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা ৪–৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, “রাত তখন প্রায় ১১টা। আকবর ভাই দোকান বন্ধ করে যাচ্ছিলেন। হঠাৎ দুইটি মোটরসাইকেল এসে থামে। কয়েকজন নেমে মুহূর্তের মধ্যেই হামলা চালায়। সবাই মুখে মাস্ক পরা ছিল।”

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়কে কেন্দ্র করে আকবরের সঙ্গে কিছু যুবকের বিরোধ ছিল। তারা ধারণা করছেন, সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “হালিশহর থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে আনা হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হালিশহর থানার ওসি (তদন্ত) জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!