মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার ঐক্যের বিপ্লব দেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয় এবং জাতিকে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা দেয়।
১৫ আগস্টের পর ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও নৈরাজ্যের মধ্য থেকে ৭ নভেম্বরের বিপ্লব দেশকে মুক্তি দেয়। বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি সেই ক্রান্তিকাল অতিক্রম করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং উন্নয়ন–উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন।
বক্তারা আরও বলেন, সিপাহি–জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও নৈরাজ্যের অবসান ঘটে—দেশ ফিরে আসে একটি সুশৃঙ্খল পরিবেশে। ৭ নভেম্বর তাই জাতীয় জীবনের এক তাত্পর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন হিসেবে আজও প্রাসঙ্গিক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

