AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে KSA ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত



শ্রীমঙ্গলে KSA ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‍‍`KSA ফুটবল টুর্নামেন্ট‍‍`-এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলের চলন্তিকা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ও সিরাজনগর ফুটবল একাডেমি। দুইজন তারকা নাইজেরিয়ান ফুটবলারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলে মাঠ জমে ওঠে প্রাণবন্ত উত্তেজনায়। পুরো ম্যাচজুড়ে দর্শকরা উপভোগ করেন এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা।

খেলার নির্ধারিত সময়ে দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ৪ গোল করে চ্যাম্পিয়ন হয়, আর সিরাজনগর ফুটবল একাডেমি ২ গোল করে রানার আপের গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল বিশাল আকৃতির ট্রফি, যা শ্রীমঙ্গল উপজেলার কোনো ফুটবল প্রতিযোগিতায় এর আগে প্রদান করা হয়নি। দর্শক ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এই ট্রফি নিয়ে ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত এই টুর্নামেন্টের সফল সমাপ্তিতে কালীঘাট রোড স্পোর্টস একাডেমি (KSA)-এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দল, দর্শক, স্পনসর, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!