AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৩:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীল (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, মা-মেয়ে হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের একটি ফ্ল্যাটে রুমা চক্রবর্তী ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ হাতে গ্ল্যাভস পরিহিত আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, পরে এ ঘটনায় রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী মামলা করেন। সে মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আলোচিত সেই মা-মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আল জুবায়ের স্বপ্নীলকে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!