AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা


Ekushey Sangbad
মাসুম বিল্লাহ্, শরণখোলা, বাগেরহাট
০৪:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৪
শরণখোলায় চতুর্থ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের শরনখোলায় জাকিয়া নামের দশ বছর বয়সী চতুর্থ শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। ১১ সেপ্টেম্বর বিকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিন তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীর পরিবার ও শরণখোলা থানা সূত্রে জানা যায়, উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিন তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন এর কন্যা ও ৫১ নং দক্ষিন তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তার তার নানী সাজেদা বেগমের সাথে বসবাস করে। তার বাবা-মা উভয়ই ভারতের ব্যাঙ্গালোরে থাকে।

নিহতের নানী সাজেদা বেগম জানান, দীর্ঘদিন ধরে জাকিয়ার সাথে তার বাবা-মা যোগাযোগ করেন না এবং খোঁজ খবর নেয় না। গতদিন তার স্কুলে একটি অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করতে বলায় তা না করলে নানীর সাথে কথা কাটাকাটি হয়। উভয় ক্ষোভে জাকিয়া ঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার নানী জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!