রাজবাড়ীর কালুখালীতে স্প্রীড ব্রেকারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পরে সোনালী আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে ভেড়ামারা এলাকার আল-আমীনের স্ত্রী।
বুধবার বেলা সাড়ে বারোটার সময় কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, বুধবার সকালে স্বামী আল আমীনের সাথে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল সোনালী আক্তার । এ সময় তারা কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এসে স্প্রীড ব্রেকারের সাথে থাক্কা খায়। সেই সময় স্বামীর মোটর সাইকেলের পিছন থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই সোনালী আক্তারের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় আল-আমীনকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আর নিহতের মরদেহ উদ্ধার করার পাশাপশি আইনগত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে