AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষায় অভিযান



দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষায় অভিযান

মানিকগঞ্জের হরিরামপুরে পোনা মাছ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ১ মন রুই জাতীয় পোনা মাছ জব্দ করেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ঝিটকা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম।

উপজেলার ঝিটকা মাছ বাজারে অভিযান পরিচালনা করে ১ মন রুই জাতীয় পোনা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো উপজেলার মানিকনগর এতিমখানা ও মাদ্রাসা এবং গোয়ালবাগ এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, বর্তমান বাজারে রুই জাতীয় পোনা মাছ বেশি উঠছে। দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদের সবকিছু মেইন্টেন করেই চলতে হয়। পোনা মাছ রক্ষায় নিয়মিত সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা সংশোধন না হওয়াতে আজকে আমরা অ্যাকশনে গেলাম। আপাতত আমরা এখনো কাউকে জেল, জরিমানা করিনি তাদের আবারও সতর্ক করা হয়েছে। যদি তারা সংশোধন না হয় তাহলে আমরা আরও জড়ালো পদক্ষেপ গ্রহণ করব। 

অভিযানে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান সুমনসহ হরিরামপুর থানা পুলিশ সহযোগীতা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!