বাংলাদেশ নদীমাতৃক দেশ । প্রবাদ আছে মাছে-ভাতে বাঙালি। নদীনালা, খাল-বিল, হাওরসহ প্রাকৃতিক জলাশয়ে একসময়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। মনুষ্য সৃষ্ট নানা কারণে খাল-বিল নদীনালা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণেই হয়তো মাছে-ভাতে বাঙালি কথাটা ভুলতে বসেছে আমাদের এই নতুন প্রজন্ম।
প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় অনেক দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসকল বিষয় বিবেচনায় রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বিল বেলাই বেরুয়া ব্রীজ সংলগ্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় দুটি জলাশয়ে মোট ২৬০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক ড.এস.এম রেজাউল করিম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক ড.শহিদুল ইসলাম ভূঞা, জেলা মৎস্য অফিসার শেখ মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু, উপজেলা মৎস কর্মকর্তা মো.আবু সামা, স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ