AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে সুন্দরগঞ্জে মোমবাতি প্রজ্জলন


কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে সুন্দরগঞ্জে মোমবাতি প্রজ্জলন

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যায় ছাপড়হাটী উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বক্তব্যে রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সরকার, জয়ন্ত কুমার দাস, আঁখি আক্তার, আহসানুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিব মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র বুলবুল মিয়াসহ আরও অনেকে।

এ সময় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা তাদের সারাজীবন মনে রাখবো।

এছাড়াও সরকার পতনের পর থেকেই  ছাপড়হাটী ইউনিয়নে যাতে কোন কূচক্রী মহল কোন প্রকার সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, সংখ‍্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর না করতে পারে সেদিক থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!