প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মৎস্য উৎপাদনে বিশ্বের বুকে আজ তৃতীয় অবস্থানে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বুধবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় মৎস্য অফিস আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টায় দেশে উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের অনেক দেশের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

