নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১৭ জুলাই) কামকৃষ্ণপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার হয় বলে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ।
নাছিম আহমেদ বলেন, ‘দিপু ও জয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে অপুকে এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
মরদেহ উদ্ধার হওয়া মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও স্বপনের ছেলে জয় (১০)। তবে দিপুর ছোট ভাই অপুর (১০) মরদেহ পাওয়া যায়নি।
বুধবার দুপুর সোয়া ২ টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় চার শিশু একসঙ্গে পদ্মানদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসলেও ৩ শিশু ডুবে যায়।
খবর পেয়ে রাজশাহীর ডুবুরি দল ও স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথ ভাবে উদ্ধার অভিযান শুরু করে।
একুশে সংবাদ/স.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :