AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে স্বঘোষিত রাজাকারদের দেশ ছাড়ার দাবিতে মানববন্ধন


ধনবাড়ীতে স্বঘোষিত রাজাকারদের দেশ ছাড়ার দাবিতে মানববন্ধন

কোটাবিরোধীদের বিতর্কিত স্লোগান ‘আমি কে, তুমি কে রাজাকার, রাজাকার’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদে টাংগাইলের ধনবাড়ী উপজেলায় স্বঘোষিত রাজাকারদের দেশ ছাড়ার দাবিতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ধনবাড়ী বাসষ্ট্যান্ড চত্বরে মানববন্ধন পালন করা হয়। ধনবাড়ী উপজেলা কমান্ডের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মেলেটারী, ইউসুফ আলী, আব্দুল মজিদ, মো. আব্দুল হাই, রেজাউল হক, মোকছেদ আলী বিএসসি, ইদ্রিস আলী, আব্দুল উরফ প্রমুখ।

বক্তরা বলেন, চাকুরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে অন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উস্কানী দিয়ে আবারও তাঁরা এ দেশে দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না বলে জানান বক্তরা।

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন জানান, স্বাধীন বাংলার মাটিতে যারা নিজেদের ‘রাজাকার’ বলে পরিচয় দেয় তাদের সঙ্গে এই বাংলার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের এদেশ ছাড়তে হবে। কোটাবিরোধী আন্দোলনের নামে দেশবিরোধী বা দেশদ্রোহী যে আন্দোলন চলমান, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার দাবি জানান। এছাড়া রোববার রাতে যারা নিজেদের রাজাকার ঘোষণা করেছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করারও দাবি জানান তিনি। এদের নব্য রাজাকার উল্লেখ করে স্বাধীনতা ও বীরমুক্তিযোদ্ধাদের অসম্মানজনক বক্তব্যে প্রতিবাদও জানান মিলন।

 

একুশে সংবাদ/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!