চন্দনাইশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার বিকেলে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সভাপতিত্বে গাছবাড়িয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনম ছালেহ উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, টোপাছরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদুর রহমান ভেট্টা, বড়মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, হাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম চৌধুরী, যুবলীগ নেতা তৌহিদুল আলম,মুরিদুল আলম চৌধুরী,উপজেলা ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার আহসানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ধোপাছড়ি ইউনিয়ন একাদশ বনাম সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় প্রচুর দর্শক উপস্থিতি ছিল। খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ধোপাছড়ি ফুটবল একাদশ সাতবাড়িয়া ফুটবল একাদশ কে ৫/২ গোলে পরাজিত করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :