সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে গ্যাসের চুলা ফ্রি সার্ভিসিং দিচ্ছে পলাশ সরকার।
১৪ জুলাই রবিবার থেকে শুক্রবার পর্যন্ত মধ্যনগর বাজারের ঠাকোরাকোনা ট্রলার ঘাটে, পল্লব টেলিকমের শোরুমে এ সার্ভিসিংয়ের আয়োজন করা হয়েছে। পল্লব টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক পলাশ সরকার জানান, হাওর অঞ্চলের মানুষ তিন দফার বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আমি ক্ষুদ্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছুটা সহায়তার হাত বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছি। এবং একাধারে ৬ দিন এলাকার ভানবাসী মানুষের সকল ধরনের গ্যাসের চুলা ফ্রি সার্ভিসিং দেওয়া হবে। এলাকার সকলের জন্য উন্মুক্ত ফ্রি সার্ভিসিংয়ের যোগাযোগ করতে মোবাইল নাম্বার দেওয়া হল।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

