ফরিদপুরের সদরপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্দোগে পোনা মাছ রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ জুলা সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত পদ্মা নদীর সদরপুর স্পটের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন- সদরপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট রুবানা তাজনীন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন-সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সদরপুর থানার একদল পুলিশ সহ মৎস্য দপ্তরের কর্মচারিরা। শয়তান খালি ঘাট থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে একটি বাধ এবং ২৭ টি চায়না দোয়ারি জাল ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা।
মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন- চলতি বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
