AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 


শেরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

‌শেরপুরে গত কয়েকদিন ধরে শেরপুরে বৃষ্টি থাকলেও বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর থেকে আকাশ পরিষ্কার। সকালে রোদের দেখাও মিলেছে। এরই মধ্যে সকাল আটটা থেকে শহরের মাধবপুর এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে জেলার বিভিন্ন প্রান্তের কৃতী শিক্ষার্থীরা। সেখানে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। 

সকাল ১০টায় জেলা  শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী।  শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে প্রথম আলো।

সংবর্ধনা নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। অনুষ্ঠানস্থলে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রথমে তারা ক্রেস্ট ও উপহারসামগ্রী সংগ্রহ করে। বুথে শিক্ষার্থীদের সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের মুখে ছিল হাসির ঝিলিক। দীর্ঘ বিরতির পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করে। কেউ কেউ মুহূর্তটি ধরে রাখে সেলফিতে। সারা দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএনআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। শেরপুরে উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করে ৭১১ শিক্ষার্থী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ও মুক্তিযুদ্ধ সংগ্রাম জাদুঘরের সভাপতি রাজিয়া সামাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। 

শমশ্চুড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে শিক্ষাথী মারিয়া জান্নাত সংবর্ধনা নিতে এসে জানায় তার খুব ভালো লাগছে।প্রথম আলো সব সময়ই সেরা, সব সময়ই ভালো ও আলোর পথে থাকে। শিক্ষার্থীদের এমন সংবর্ধনার আয়োজন তাদের উৎসাহ প্রদান করে। 

দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী বলেন, ‘শুধু ভালো লেখাপড়া করলেই চলবে না, আগে আমাদের ভালো মানুষ হতে হবে। শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে অন্তরে আলো প্রজ্জ্বলিত করে মনুষ্যত্ব তৈরি করা, একজন ভালো মানুষ হওয়া। আমাদের ভালো মানুষ হওয়া খুব দরকার। একাডেমিক শিক্ষার পাশাপাশি আরও অনেক কিছুই শেখতে হবে। যাতে ভবিষ্যতে সৎ, যোগ্য ও দায়িত্ববান নাগরিক হওয়া যায়।’ 

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। আয়োজনের ফাঁকে ফাঁকে রয়েছে কৃতী শিক্ষার্থী, শেরপুর বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, কবিতা ও নাটক। এ ছাড়া বন্ধুসভার সদস্য ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!