সিলেটে এবার অবৈধ পথে আসা ৫ ট্রাক চিনি জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় পাঁচজনকে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে জৈন্তা সীমান্ত দিয়ে সিলেটে আনার সময় শাহপরান থানা এলাকার ব্রিজের কাছ থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ওই চিনি জব্দ করা হয়; যার ওজন এক লাখ কেজি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা সময় সংবাদকে জানান, ভোরে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শাহপরান থানা এলাকার ব্রিজের কাছে থেকে ওই চিনির চালানটি জব্দ করে।
এ সময় ৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা ওই চিনি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি হবে। চোরাচালানের সঙ্গে জড়িত ওই ৫ জনকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার (৯ জুলাই) রাতে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান সিলেটের কানাইঘাট সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে আসা ২৯ টন ভারতীয় চিনিসহ এক যুবককে আটক করে পুলিশ।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

