চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া বরুমতি ব্রিজ এলাকায় মঙ্গলবার (৯ জুলাই) রাত ১০ টার দিকে চট্টগ্রামগামী একটি মারসা পরিবহনের চেয়ারকোচ নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে।
এসময় অপর একটি সেন্টমার্টিন পরিবহন বাস পিছন থেকে উক্ত চেয়ারকোচকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোঃ নাছির (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়।
নিহত ব্যক্তি চর-তেতুলিয়া শাহজাদপুর এলাকার ফিরোজ মন্ডলের ছেলে বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

