AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমতলীতে বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাঁটুপানি


Ekushey Sangbad
আবু সাইদ খোকন, আমতলী, বরগুনা
০২:৩৯ পিএম, ২ জুলাই, ২০২৪

আমতলীতে বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাঁটুপানি

বরগুনা জেলার আমতলীর পৌর শহরে বৃষ্টি হলেই ডুবে যায় বিদ্যালয়ের মাঠ। হাঁটু পরিমাণ পানি জমে মাঠে। এ অবস্থায় পৌর শহরের আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে। শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।

মঙ্গলবার (২ জুলাই) সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠটি জলমগ্ন হয়ে আছে। কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড় ভিজে যায় বই খাতা।

এছাড়া মাঠে জমে থাকা কাঁদাপানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ
পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানায় শিক্ষার্থীরা।

আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শ্রেনীর শিক্ষার্থী আতিক ও ৭ম শ্রেনীর লামিয়া বলেন, তারা বাড়িতে বদ্ধ পরিবেশে থাকে, আবার বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান বলেন, এই বিদ্যালয় ৪৮৭ জন শিক্ষার্থী রয়েছে। বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ থেকে নিষ্কাশনের পথ না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি। সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে থই থই করে পানি। দেখি বর্ষার সময় মাঠে পানি জমে থাকায় স্কুলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও মাঠে খেলাধুলা করতে পারছে না। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নুসরাত লিমু বলেন, মাঠ একটু নিচু হাওয়ায় বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়। দ্রুত মাঠে মাটি ভরাট না করলে স্কুল চালানো কঠিন হয়ে যাচ্ছে। স্কুল মাঠে যেন দ্রুত মাটি ভরাট করা হয় এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আশরাফুল আলম বলেন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

 

একুশে সংবাদ/সা.আ

Shwapno
Link copied!