গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় পাপুল (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুরে সাদুল্লাপুর থানা পুলিশ উপজেলার দক্ষিণ হাটবামুনি কুমারপাড়াস্থ মৃত পাপুলের নিজ বাড়ীর শয়ন ঘরের তীরের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ওইদিনই মরদেহ থানায় নিয়ে যায়। পরদিন রোববার (৩০ জুন) ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে বলে পুলিশ জানায়।
মৃত পাপুল ওই গ্রামের দিনমজুর মনজিল মিয়ার ছেলে। মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, ঘটনারদিন পরিবারের কাউকে কিছু বুঝতে না দিয়ে পরিবারের সকলের অগোঁচরে পাপুল তার শয়ন ঘরের ভিতরে তীরের সাথে গলায রশি দিয়ে আত্নহত্যা করে।
পাপুলের দাদা কেদা মিয়ার দাবি পাপুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করা যায়নি।
তবে পুলিশ বলছে পাপুলের পরিবার এসংক্রান্ত কোন প্রমানপত্র দেখাতে পারেনি। কিন্তু এপর্যন্ত তার মৃত্যুর সঠিক কোন কারণ জানা না গেলেও পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন পাপুল গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওসি বলেন, রুজুকৃত মামলার অধিকতর তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন নিশ্চিত করে বলা যাবে।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

