AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে চরাঞ্চলের প্রবেশ পথের কালভাট ভাঙ্গায় দুর্ভোগ


লালপুরে চরাঞ্চলের প্রবেশ পথের কালভাট ভাঙ্গায় দুর্ভোগ

অবৈধ মাটি ভর্তি ড্রাম ট্রাকে নাটোরের লালপুর সদরের চরাঞ্চলের প্রবেশ পথের একটি কালভাট ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছে । ভাঙ্গা কালভাটের উপর বালি মাটি দেওয়া হয়েছে। এতে যে কোন সময় প্রাণহানির ঘটনার আশংকা দেখা দিয়েছে।

এদিকে স্থানীয় ভূমিদস্যুদের দীর্ঘ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা ভবনসহ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের রঙিন ঘরের পাশে পদ্মার চরাঞ্চলে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন করে আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ইটভাটাসহ বিভিন্ন স্থাপনায় এসব অবৈধ বালু মাটি বিক্রি করা হয়। তবে ভূমিদস্যুদের নাম বলতে চাইনি স্থানীয়রা।

ব্যাটারি চালিত ভ্যান চালক কাশেম ও আমির শেখ বলেন, বন্যার পানি বাহির হওয়ার জন্য সাঁকো টি দেওয়া হয়। সাঁকো টি ভেঙে যাওয়ায় পানি জমে থাকবে। এতে স্কুলের শিক্ষার্থীরাসহ এলাকা বাসীর চলচলের জন্য ভুগান্তিতে পড়তে হবে। আর চরাঞ্চলের বাসিন্দা বকুল বলেন, অবৈধ বালু মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের জন্য ব্রিজটি ভেঙে গেছে। বিষয়টি থানার ওসিকে জানিয়েছি।

এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি দেখছি।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!