AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইউপি চেয়ারম্যানকে মারধর

বড়াইগ্রামে ৫ আসামিকে কারাগারে প্রেরণ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫২ পিএম, ১৬ জুন, ২০২৪
বড়াইগ্রামে ৫ আসামিকে কারাগারে প্রেরণ

নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে (৫২) মারধর ও চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর মামলায় ৫ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) বিকালে তাদের গ্রেপ্তার করার পর আদালতে নেয়া হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করে।

কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরিফ, তিরাইল গ্রামের আসকান আলীর ছেলে ইমরান হোসেন, মানিকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী, মাঝগাঁও হাদিস মোড়ের শাহজাহান আলীর ছেলে জীবন গাজী ও নটাবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রানা আহম্মেদ।

বাদীপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান মিলন জানান, গ্রেপ্তার ৫ আসামিকে আদালতে হাজির করা হলে বড়াইগ্রাম আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগের দিন শুক্রবার সকালে একই মামলার অপর আসামি সিরাজুল ইসলাম সিরাজকে আটক করে আদালতে হাজির করা হলে বিকেলেই আদালত তাকে জামিন দেয়। এই মামলার এজাহারভুক্ত মোট ৯ আসামীর মধ্যে প্রধান আসামী সহ ৩ জন এখনও পলাতক রয়েছে। তবে তারা কোথায় পলাতক রয়েছে তা নিয়ে উপজেলার সর্বত্র মিশ্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে। মামলার বাদী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানান।

 

একুশে সংবাদ/সা.আ
 

Link copied!