পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে করতে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক রয়েছে। শনিবার (১৫ জুন) সকালে মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও গাড়ির চাপ দেখা যায়নি। পুরো অংশই ফাঁকা রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১৪ জুন) দুপুরের পর হঠাৎ গাড়ির চাপ বেড়ে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়। যা চলে মধ্যরাত পর্যন্ত। পরে গাড়ির চাপ কমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও গাড়ির জট কিংবা ধীরগতি নেই। মহাসড়ক একদম ফাঁকা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বাড়তে পারে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গাড়ির চাপ নেই এই মহাসড়কে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ঢা.পো/সা.আ
আপনার মতামত লিখুন :