AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় রাত পোহালেই ভোট


শরণখোলায় রাত পোহালেই ভোট

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে স্থগিত হওয়া বাগেরহাটের শরণখোলায় প্রচার-প্রচারণা শেষ। অপেক্ষা ভোট গ্রহনের। ৪ ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি শনিবার (৮ জুুন) দুপরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মোট ১ লাখ ৭৫৪ জন ভোটারের মধ্যে পুরুষ ৫০ হাজার ৭১২ ও নারী ৫০ হাজার ৪২ জন। মোট ৩৪ টি কেন্দ্রে ২৫৩ টি বুথে ভোট গ্রহণ হবে।

উল্লেখ্য, গত ২৯ মে শরণখোলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় রেমেলের কারনে উপকূলীয় শরণখোলা উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ৯জুন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে চেয়ারম্যান প্রার্থী হিসেব রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিলন (দোয়াত কলম) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দুইজন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।

 

একুশে সংবাদ/সা.আ
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!