AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কর্ম মূল্যায়নে পুরস্কার

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 


মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলার সকল থানা ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় মে/২০২৪ মাসের কর্ম মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। 

 

বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তরা হলেন:
 

শ্রেষ্ঠ থানাঃ বিনয় ভূষণ রায়, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা। 

শ্রেষ্ঠ এসআই :  সুব্রত চন্দ্র দাস, এসআই (নিঃ) শ্রীমঙ্গল থানা। 

শ্রেষ্ঠ সার্জেন্ট : মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট, সদর ট্রাফিক, নীলফামারী। 

শ্রেষ্ঠ সিএসআই : কৃষ্ণ কমল ভৌমিক, এসআই (নিঃ), সদর কোর্ট। 

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার:  নাজমুল হোসেন, এএসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা। 

শ্রেষ্ঠ জিআরও :  জনাব মোঃ কবির হোসেন, এএসআই (নিঃ), শ্রীমঙ্গল কোর্ট। 

কল্যাণ সভা শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান।

এর আগে পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!