ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ বোতল ফেনসিডিলসহ রুবেল আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) বিকালে উপজেলার দস্তমপুর নিজ বাসায় মাদক কেনা বেচার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, উপজেলার দস্তমপুর গ্রামের হযরত আলীর ছেলে রুবেল আলী বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪ টার দিকে তিনিসহ থানার অন্যান্য অফিসাররা সেখানে অভিযান চালান।
এসময় সদস্যের দ্বারা রুবেল আলীর বাসায় তল্লাসী করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
একুশে সংবাদ/লা.র.উ/সা.আ
আপনার মতামত লিখুন :