AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর খানখানাপুরে ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন



রাজবাড়ীর খানখানাপুরে ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে ‍‍`আমারা গর্বিত খানখানাপুরবাসী‍‍` পেইজ, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদ, মুক্তিযুদ্ধা পরিষদ ও পাশ্ববর্তী ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মানববন্ধন চলাকালে লাল পতাকা সংকেত দেখিয়ে ১০ মিনিট আটকে রাখার পর ছেড়ে দেন মানববন্ধনে অংশ গ্রহণ করা সহস্রাধীক এলাকাবাসী।

এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতিক আল আলম, রাজবাড়ী মুক্তিযুদ্ধা সন্তান পরিষদের সভাপতি মো. মাকসুদুর রহমান সাওন, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহবায়ক শিক্ষক আলমগীর হোসেন, খানখানাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সউদ, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মাহাতাব, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের ক্রীড়া ও প্রচার সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, লিটন প্রমূখ।

বক্তারা বলেন, খানখানাপুর সহ আশপাশ এলাকার যাত্রীদের ঢাকা যাওয়ার সুবিধার্থে খানখানাপুর রেল স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবি জানিয়ে আসছে। এর আগেও গত বছরের ৮ ডিসেম্বরেও তারা এই ট্রেনটি আটকিয়ে ১৫ দিনের আল্টিমেট দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই দাবিতে আজ আবার মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়া হয়। এরপরেও যদি এখানে স্টপেজ না দেওয়া হয় তাহলে আবার তারা পরবর্তীতে মানববন্ধন সহ আরো কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ার দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!